ঝিনাইদহে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: 
ঝিনাইদহে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস এ সভার আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: রেজা সেকেন্দার, ডা: আরিফ আহমেদ সহ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শিশুর শরীরে ভিটামিন “এ” এর গুরুত্ব অপরিসীম। আগামী ২৫ এপ্রিল ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ জন্য ৬ মাস থেকে ৫ বছরের শিশুরা যাতে কোন ক্রমেই ভিটামিন “এ” খাওয়া থেকে বাদ না পড়ে এ জন্য জেলায় ব্যাপক ভাবে প্রচারনা চালাতে হবে যাতে করে সবাই এ ব্যাপারে আরো বেশী সচেতন হতে পারে। সর্বোপরি ভিটামিন “এ” এর গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।

Comments (0)
Add Comment