মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামের রাজ্জাক হোসেন নামের এক চাষীর ৩টি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মাছচাষী রাজ্জাক হোসেনের স্ত্রী বিথি খাতুন, শুক্রবার ভোর রাতে কে বা কারা রাজ্জাক হোসেনের লীজকৃত ৩ পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে মাছ মরে ভেসে থাকতে দেখে তার বাড়ীতে খবর দেয় স্থানীয়রা। পরে পরিবারের লোকজন পুকুর পাড়ে এসে দেখতে পায় মাছ মরে ভেসে আছে। এতে তার প্রায় ২ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
সদর থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, আমি শুনেছি এমন ঘটনা ঘটেছে। কিন্তু এ ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।