ঝিনাইদহ শৈলকুপায় আন্তর্জাতিক মাতৃভাষ দিবস উদযাপন: শহীদ বেদিতে জনতার ঢল

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে জনতার ঢল নামে শহর জুড়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্যে অর্পণ ও নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার মালিক সমিতি, বণিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, পাবলিক হল ও লাইব্রেরী, প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক’সহ উপজেলার প্রতন্ত পল্লী থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধাভরে তাদের নিজ নিজ ব্যানার ও বাক্তিগত উদ্যোগে পুষ্পমাল্য অর্পন করে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম এ হাসেম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি প্রমুখ। সকালে শহীদ মিনার চত্বরে কানায় কানায় পূর্ণ গণ মানুষের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতি অনুষ্ঠান ও শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিল্পকলা একাডেমী, দিবালোক, সূর্য বন্ধন খেলাঘর ও উদীচী শিল্পীগোষ্ঠী’র শিল্পীবৃন্দ পর্যায়ক্রমে তাদের কর্মসূচী পালন করে।

Comments (0)
Add Comment