টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

মিরপুরে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমেছে পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক আজহার আলী টসে জিতে এই সিদ্ধান্ত নেন। পাকিস্তানের পক্ষে ইনিংস ওপেন করতে এসেছেন আজহার আলী ও সামি আসলাম। টাইগার কাপ্তান মাশরাফি বোলিং ওপেন করেছেন।

বাংলাদেশ দল অপরিবর্তীত স্কোয়াড নিয়ে আজ খেলতে নেমেছে, অন্যদিকে পাকিস্তান দলে এসেছে ৩ পরিবর্তন। মাশরাফির এক ম্যাচ পরই আজ ১৫০তম ম্যাচ খেলতে নেমেছে সাকিব আল হাসান।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ মিরপুরে পাকিস্তানকে হারালেই আরেকটি বাংলাওয়াশ। এর ফলে উপমহাদেশের বিশ্বকাপ জয়ী কোনও দলকে বাংলাওয়াশ করার সুযোগ এই প্রথমবারের মতো পাচ্ছে মাশরাফি বাহিনী।

Comments (0)
Add Comment