আলামিন রাব্বি, খুলনা: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার সাধারন মানুষের জীবন। রোববার (২১আগস্ট) ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারনে সকাল থেকে গণ পরিবহন রাস্তায় কম দেখা গেছে। কিছু কিছু দোকান খুললেও ক্রেতার সমাগম কম।
সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিস আদালত খুললেও মানুষ কম দেখা গেছে। নগরীর নিম্ন আঞ্চল সহ সব জায়গায় কম বেশী পানি জমে গেছে। খুলনার নগরীর প্রান কেন্দ্র রয়েল মোড়, মর্ডান মোড়, সাউথ সেন্ট্রাল রোড, গগন বাবু রোড, হাজী মহাসিন রোড, আহসান আহাম্মেদ রোড, স্যার ইকবাল রোড,নতুন বাজার এলাকা সহ নিম্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। স্কুল কলেজে ও শিক্ষার্থীদেরও তেমন উপস্থিথি ছিল না।
বরিশালের আবওহাওয়া অফিসের বিসস্থ সূত্রে জানা যায়, ভোর রাত থেকে হালকা হালকা বৃষ্টি হলেও সকাল থেকে বারি বৃষ্টি শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ১৯০.০৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। লঘু চাপের কারনে সৃষ্ট এ বৃষ্টি আরও দুই এক দিন থাকতে পারে। এছাড়াও আশেপাশের জেলাতে একই ভাবে বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।