টানা ২২ দিন অনলাইন গেম খেলে কিশোরের মৃত্যু !

আন্তর্জাতিক ডেস্ক: টানা ২২ দিন ধরে কম্পিউটার গেম খেলে মৃত্যু হল রাশিয়ার এক কিশোরের। রুস্তম, বয়স মাত্র ১৭। রাশিয়ার ছোট শহর উস্যালির বাসিন্দা। দুর্ঘটনায় পা ভেঙে গত ৮ অগস্ট থেকে বাড়িতে বসেছিল সে। একঘেঁয়েমি ও সময় কাটাতে সে অনলাইন গেম খেলা শুরু করে। কিন্তু এর যে জীবন দিয়ে চোকাতে হবে ভাবতেও পারেনি সে। অবাক হয়েছেন তদন্তকারী থেকে বিশেষজ্ঞরাও। জানা গিয়েছে, একমাত্র খাওয়া ও ঘুমানোর সময় ছাড়া বাকি সময় গেম খেলেই কাটিয়েছে। রুস্তমের বাবা-মা জানিয়েছেন, সর্ব ক্ষণই তার ঘর থেকে কি-বোর্ডের আওয়াজ আসত। কিন্তু ৩০ অগস্ট কোনও আওয়াজ না পেয়েই ঘরে ঢুকে দেখেন রুস্তম অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীরা বলছেন, সে না কি গত দেড় বছরে দু’হাজার ঘণ্টা অনলাইন গেমে সময় কাটিয়েছে।

টানা অনলাইন গেম খেলার জন্যই কি ওই কিশোরের মৃত্যু হয়েছে? চিকিত্সকরা বলছেন, সেকেন্ড ক্লাস সিন্ড্রোম এবং দীর্ঘ ক্ষণ শরীর নড়াচড়া না করার কারণে থ্রম্বোসিসেই মৃত্যু হতে পারে ওই কিশোরের। শিশুরক্ষা বিভাগের এক অধিকর্তা এ ব্যপারে সমস্ত বাবা-মাকে সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, “সন্তানদের কম্পিউটার গেম বা ইন্টারনেটে বন্দি করে রাখবেন না। এখনই এ বিষয়ে সতর্ক হোন।”

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment