টেকনাফে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মডেল থানা পুলিশ গত কাল একই স্থান থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও ৩৫০ ক্যান বিয়ার উদ্ধার করেছে। এসময় কামাল হোসাইন (২৫) ও আব্দুর রহমান (১৮) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, গত কাল শুক্রবার ভোর ৬টার দিকে টেকনাফ মডেল থানার এএসআই আমিনুল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের ন্যাটংপাড়া এলাকায় অভিযান চালিয়ে কামাল হোসাইন (২৫) নামের এক মাদক পাচারকারীকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে ন্যাটংপাড়া এলাকার আব্দুর রহমানের পুত্র।
এর আগে একই দিন ভোর ৪টার দিকে এসআই আলমগীরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একই এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ ক্যান বিয়ারসহ আরেক মাদক ব্যবসায়ী আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান (১৮) কে আটক করে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর খোন্দকার অভিযান পরিচালনার সত্যতা নিশ্চত করে বলেন, উভয় ঘটনায় টেকনাফ মডেল থানায় মাদক দ্রব্য আইনে আলাদা আলাদা মামলা দায়ের করা হয়েছে। আটকদের আগামী কাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।