টোলের পরিমাণ বাড়ানো এবং পুলিশি হয়রানির প্রতিবাদে সিলেটে পরিবহন ধর্মঘট

সিলেট: সেতুতে টোলের পরিমাণ বাড়ানো এবং পুলিশি হয়রানির প্রতিবাদে সিলেট জেলায় লাগাতার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল ছয়টা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রেখেছন শ্রমিকরা। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘট ডেকেছে।
 পরিবহন শ্রমিক নেতা সেলিম জানান, পুলিশের হয়রানি ও নির্যাতন এবং ঘোষণা ছাড়াই সিলেটের এমএ খান সেতুতে ট্রাকের টোল ৩৫ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা আদায় করার হচ্ছে। এর প্রতিবাদেই লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার বলেছেন, ধর্মঘটে জনদুর্ভোগ কমাতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
Comments (0)
Add Comment