ডিউটিকে ইবাদত হিসাবে নিতে হবে মুন্সীগঞ্জে পুলিশ সুপার জায়েদুল আলম

মুন্সীগঞ্জ প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণ পশ্চিম অঞ্চল বাসির যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এবং ঢাকা মাওয়া মহাসড়কে যানযট নিরসন ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ ফোর্সদের এক প্যারেড ব্রীফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলার লৌহজং উপজেলায় শিমুলিয়া ঘাটের নৌ-পুলিশ ফাড়ি মাঠে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।এ সময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ জায়েদুল আলম (পিপিএম) এবং জেলার ৬টি উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জেলার কর্মরত নৌ পুলিশের বিভিন্ন স্থরের সদস্য বৃন্দ। এ সময় লৌহজং উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমানের অনিচ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার জায়েদুল আলম(পিপিএম) সহ উপজেলার সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ।এবার ঘাট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ৫ শতাধিক সদস্য মোতায়েন থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম) এসময় পুলিশ সুপার বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরে বলেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে ডিউটি করতে হবে এবং ডিউটিকে ইবাদত হিসাবে দেখতে হবে।

 

Comments (0)
Add Comment