ডিমলায় মানবাধিকার সংস্থার ভেজাল বিরোধী প্রচারনা

নুরনবী ইসলাম মানিক, নীলফামারী: নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (হিউম্যান রাইটস এন্ড ইনভিরোম্যান্ট ডেভলোম্যান্ট সোসাইটি) (হিডস) এর ভেজাল বিরোধী প্রচারনা করা হয়েছে। উক্ত সংস্থার কর্মিরা ভেজাল বিরোধী পরিচালনা তদন্ত ও জরিপ টিম কাজ করছে। শুক্রবার (২৫ মে) দুপুরে থেকে উপজেলার বাজারের হোটেল, চায়ের দোকান, মেডিসিনের দোকান, ফলের দোকান ও মুদির দোকান গুলোতে অভিযান পরিচালনা করা হয়। রমজান মাসে ব্যবসায়ীরা ভেজাল ও নি¤œ মানের পন্য বিক্রি করতে না পারে সে বিষয়ে এ প্রচারনা চালানো হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাঠকর্মিদের নিয়ে আনছার গ্রাম পুলিশ সদস্যরা উপজেলার হাট ও বাজারে গিয়ে প্রচারনা করেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার (হিডস) রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী সিরাজুল ইসলাম সিরাজ বলেন, রমজান মাসে ব্যবসায়ীরা যাতে ভেজাল ও নি¤œ মানের পন্য বিক্রি ও ভোক্তাদের সঠিক দাম নিশ্চিত করা লক্ষে এ প্রচারনা চালানো হয়। যাতে করে গ্রামের গরীব মানুষ গুলো সঠিক দাম ও ভালো মানের পণ্য ক্রয় করতে পারবে। ইহার ফলে গ্রামগঞ্জে ব্যাপক সচেতনা বৃদ্ধি পেয়েছে। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নীলফামারী মিডিয়া সম্মনয়কারী নুরনবী ইসলাম মানিক, নীলফামারী জেলা প্রচার সম্পাদক ছফির উদ্দিন কাল্টু, সদস্য মাসুদ সরকার, দুলু মামুদ ও সাংবাদিক শামীম উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment