ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হারুন অর রশীদ ডিমলা থানার ডাক বহনকারী পুলিশ কনষ্টবেলের দায়িত্ব পালন করে আসছিল। সে থানার সকল প্রকার মামলার নথি পুলিশ সুপার কার্যালয় ও আদালতে বহন করেন। ঘটনার দিন সকালে সে ডাক নিয়ে তার নিজস্ব মোটরসাইকেল যোগে নীলফামারী যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়।
নীলফামারী থানার ওসি বাবুল আকতার জানান তেলবাহী ট্যাংকলরিটি (ঢাকা-মেট্রো ল-৪৪-০৩০০) তেল নিয়ে নীলফামারী থেকে ডোমার যাচ্ছিল। পথে নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়নের নটখানায় বিপরিতদিক হতে আসা মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ডিমলা থানার পুলিশ কনষ্টবেল হারুন আর রশীদ ঘটনাস্থলে নিহত হয়। তেলবাহী ট্যাংকলরিটি আটক করা হয়েছে তবে এর চালক পালিয়ে গেছে।