মোঃ জিয়াউর রহমান, ডুমুরিয়া প্রতিনিধি, খুলনা:
ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়নে অধিকাংশ অভ্যান্তরিন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক গুলি দিয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারনের চলাচলের দুর্ভোগ পহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায় আঠারমাইল মহা সড়কের পাশে পোড়াবাড়ী কাঞ্চনপুর মোড় হইতে ঘোষড়া পর্যন্ত সড়ক স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ অর্থায়নে কয়েক বছর আগে ঐ সড়ক ইটের ছলিং দেওয়া হয়। এসব সড়কের মধ্যে গুরুত্বপূর্ণ সড়কগুলি মৌসুমী বৃষ্টি হওয়াতে সড়কগুলো চলাচলের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। এসব সড়কে অধিকাংশ জায়গা থেকে ইট উঠে ছোট বড় অসংখ্যা গর্তের সৃষ্টি হয়েছে। ইট শুড়কী উঠে মাটি বের হয়ে গেছে। সড়কগুলো দিয়ে হাজার হাজার মানুষ দৈনন্দিন প্রয়োজনীয় ছোট বড় যানবাহান যোগে সেই সাথে এলাকার কৃষকরা এসকল সড়ক দিয়ে ইঞ্জিন চালিত বিভিন্ন যানবাহন যোগে তাদের কৃষি পন্য উৎপাদন সরবরাহ করা হয়। এলাকার শিক্ষার্থীরা সড়কগুলো দিয়ে স্কুল কলেজ যানবাহন পাশাপাশি সর্ব স্তরের মানুষকে সীমাহীন দুর্ভোগ পহাতে হচ্ছে।
ভূক্তভোগী ও বিজ্ঞমহল সড়কগুলো সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
বিডিপত্র/এমএম