সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকা খেলাপী ঋণের এ মামলাটির আসামি ছিলেন কোকো। তিনি মারা যাওয়ায় গত ৮ মার্চ বেগম জিয়াসহ অন্যদের বিবাদীভুক্ত করার আবেদন জানিয়েছিলেন সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর হোসেন।
বিবাদীপক্ষের এ আবেদন মঞ্জুর করে আজ ঢাকার প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপী মামলাটিতে কোকোর জয়গায় ওই ৪ জনকে বিবাদীভুক্ত করেন।
একইসঙ্গে আগামী ১২ এপ্রিল হাইকোর্টের আদেশ দাখিল ও ইস্যু গঠনেরও দিন ধার্য করা হয়েছে। আদালত শেষ বারের মতো আসামীপক্ষকে এ সময় দিয়ে বলেছেন, হাইকোর্টের আদেশ দাখিল করা না হলে ওই দিন ইস্যু গঠন করা হবে।