গাজীপুরের সালনায় যাত্রীবাহী ট্রেনের একটি বগির স্প্রিং ভেঙে যাওয়ায় ঢাকা-রাজশাহী রুটে সব ধরনের রেল চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটির ইঞ্জিন সালনায় পৌঁছলে একটি বগির স্প্রিং ভেঙে বিকল হয়ে যায়। এরপর ওই রুটের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।