বিনোদন ডেস্ক: দেশের দর্শকদের জন্য হলিউডের আরেকটি ছবি সারাবিশ্বের সঙ্গে মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। ‘দ্য অ্যামেজিং ¯পাইডারম্যান টু’ ও ‘ট্রান্সফরমার্স: এজ অব এক্সটিংকশন’ এর একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য ইকুয়ালাইজার’। আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে। ওইদিন থেকে স্টার সিনেপ্লেক্সেও চলবে এটি। জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ইকুয়ালাইজার’ অবলম্বনে নির্মিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন। বিশ্বব্যাপী আলোচিত হয়ে ওঠা অ্যাকশন থ্রিলার ধাঁচের এ ছবির পরিচালক অ্যান্টয়নি ফুকুয়া। ৫ কোটি মার্কিন ডলার বাজেটের ছবিটি বক্স অফিসে ঝড় তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ২ ঘণ্টা ১১ মিনিট ব্যাপ্তির ছবি ‘দ্য ইকুয়ালাইজার’ ডেনজেলের সঙ্গে অভিনয় করেছেন মেলিসা লিও, শ্লো গ্রেস মোরেৎজ, বিল পালম্যান প্রমুখ। অন্যান্য দেশের মতো ঢাকায়ও একই দিনে মুক্তি দেওয়ার প্রাক্কালে স্টার সিনেপ্লেক্সে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ‘দ্য ইকুয়ালাইজার’ ছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আমন্ত্রিত অতিথিদের জন্য।