স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুরে থানার সামনে গুলি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল পৌনে ৪টার দিকে মিরপুর ২ নম্বর সেকশনে সিটি করপোরেশন অঞ্চল-৭ অফিসের সামনে এই ঘটনা ঘটে, ওই অফিসের বিপরীত পাশেই মিরপুর মডেল থানা। গুলিবিদ্ধ মো. মজিবুর রহমানকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকের ডান পাশে একটি গুলি লেগেছে বলে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. হায়দার আলী জানিয়েছেন। মুজিবরের বাসা রাজধানীর খিলক্ষেত এলাকায়। তার গ্রামের বাড়ি বরিশালে। তার সঙ্গে থাকা ৩০ লাখ টাকা জমির বিক্রির মাধ্যমে পাওয়া বলে মজিবুরের মামাত ভাই এনায়েত হোসেন জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, “জমি বিক্রির ৩০ লাখ টাকা নিয়ে সিটি কর্পোরেশনের অফিস থেকে বের হওয়ামাত্র তিন/চার যুবক এসে তাকে (এনায়েত) গুলি করে তার সঙ্গে থাকা টাকা ব্যাগ নিয়ে যায়।” মুজিবর তার সঙ্গে থাকা ৩০ লাখ টাকা লুটের কথা পুলিশকে জানিয়েছেন বলে জানান এএসআই হায়দার আলী। তিনি বলেন, “টাকার বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে।” এই বিষয়ে যোগাযোগ করা হলে মিরপুর মডেল থানার এসআই আসাদুজ্জামান বলেন, থানার পাশে গুলির এই খবরটি তারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞাসা করেও প্রত্যক্ষদর্শী কাউকে পাননি। ছিনতাইয়ের এই ঘটনাটির তদন্ত চালাচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।