২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচ খেলতে ঢাকা পৌঁছেছে জর্ডান জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বিকাল ৫টা ৪০ মিনিটে ৩৯ সদস্যের জর্ডান দল ঢাকায় পৌঁছায়। এই দলে খেলোয়াড় ২৩ জন।আগামী মঙ্গলবার ‘বি’ গ্রুপের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলবে জর্ডান। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ৯১তম জর্ডান আর তিন ধাপ পিছিয়ে বাংলাদেশ আছে ১৭৩তম স্থানে।
কিরগিজস্তানের কাছে ৩-১ গোলের হার দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে। পরের ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলের ড্র করা মামুনুলরা সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে। গ্রুপে পাঁচ দলের মধ্যে ১ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান পঞ্চম। বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ৩-১ গোলে হারানো জর্ডান দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের সঙ্গে গোলশুন্য ড্র করে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রাচ্যের দলটি।
দুই ম্যাচের দুটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। গ্রুপের অপর দুই দল কিরগিজস্তান (৪ পয়েন্ট)ও তাজিকিস্তান (১ পয়েন্ট) যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। বিডিনিউজ২৪.কম