শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুরঃ
দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের চাকুল গ্রাম থেকে ১৩মে, বুধবার সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া শিশুর নাম শহিদুল ইসলাম। সে ঢাকা মিরপুরের কড়াইলের ইকবাল কাদেরের পুত্র এবং এনজিও পরিচালিত একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেটরা বাজারে অবস্থিত জোতবানী ইউপি কার্যালয়ে উদ্ধার হওয়া শিশুটিকে রাখা হয়েছে। সেখানে অবস্থানরত র্যাব -১৩ (সিপিসি-১) – এর দিনাজপুর ক্যাম্পের ডিএডি আসলাম উদ্দিন জানান, শিশুটি অপহৃত হবার পরে শিশুর পিতা র্যাব -১ এ অভিযোগ দেন। র্যাব-১ এর সদস্যরা মোবাইল নম্বর ট্রাকিং এর মাধ্যমে অপহরনকারীদের অবস্থান নিশ্চিত হয়ে শিশুটিকে উদ্ধারের জন্য র্যাব -এর দিনাজপুর ক্যাম্পে খবর দেন। র্যাব-এর দিনাজপুর ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ রাজুর নির্দেশে র্যাবের টহলদল গোপনে এসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় চাকুল গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান শাহাজাহান মন্ডল জানান, র্যাব শিশুটিকে উদ্ধারের সহযোগিতা চাইলে তিনি ইউনিয়নে পরিষদের সচিব, মেম্বার ও এলাকাবাসীর সহযোগিতায় গোপনে খবর নিয়ে র্যাবকে সাথে নিয়ে শিশুটিকে উদ্ধারে গেলে অপহরনকারীরা টের পেয়ে সটকে পড়ে। তিনি আরো জানান, চাকুল গ্রামের মৃত মোসলেমের পুত্র আতোয়ার ও তার স্ত্রী মুর্শিদা বিবি শিশুটিকে ঢাকা থেকে অপহরন করে নিয়ে এসে আতোয়ারের আপন ভাই শফিকুলের বাড়িতে রাখে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। র্যাবের সদস্যরা রাতেই শিশুটিকে নিয়ে দিনাজপুর ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। অপহরনকারীদের কাউকে আটক করা যায়নি বলে জানান ইউপি চেয়ারম্যান।