ঢাবি’তে ২য় বার পরীক্ষার সুযোগ নিয়ে হাইকোর্টের রুল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ কেনো দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দ এর বেঞ্চ ২৬ জন অভিভাবকের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এই রুল জারি করেন।

একই সাথে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নেই এ সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপন কেনো বেআইনী ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত এবং আগামী দুই সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রন কমিটিসহ সংশ্লিষ্ট আটজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

Comments (0)
Add Comment