তিতুমীর কলেজের সামনে গাড়ি ভাঙচুর

তিতুমীর কলেজের সামনের রাস্তায় তাণ্ডব চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে সংগঠনটির এক কর্মীকে ‘মারধরের’ অভিযোগ এনে তারা মূল সড়কে বিভিন্ন ধরনের অন্তত ৩০টি গাড়িতে ভাঙচুর চালায়।

এ ঘটনার পর মহাখালী আমতলা থেকে গুলশান-১ নম্বর সার্কেলগামী সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে রাবার বুলেটি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ শাখা ছাত্রলীগের একটি দল বেলা সোয়া দুইটার দিকে লাঠি হাতে তিতুমীরের ফটকে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এর কিছুক্ষণ পর অর্ধশতাধিক তরুণ মূল সড়কে এসে নির্বিচারে গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক। দুই দিকে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

তবে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‌’কী কারণে এ ঘটনা ঘটেছে, তা আমরা জানার চেষ্টা করছি।’

Comments (0)
Add Comment