তিন পুলিশ সুপার বদলি

স্টাফ রিপোর্টার:
নড়াইল ও পটুয়াখালী জেলা এবং বরিশাল রেঞ্জে সংযুক্ত তিন পুলিশ সুপারকে বদলি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এই বদলির আদেশ জারি করে। এসপি মো. মনির হোসেনকে নড়াইল থেকে বদলি করে ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের’ অতিরিক্ত পরিচালক করা হয়েছে। আর পটুয়াখালীর এসপি মো. রফিকুল হাসান গনিকে দেয়া হয়েছে ‘ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের’ ডেটাবেইজ অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব। তাদের দুজনের চাকরিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া বরিশাল রেঞ্জে সংযুক্ত এসপি মো. মনিরুজ্জামানকে ঢাকা পরিবহন কর্তৃপক্ষের ট্রাফিক এনফোর্সমেন্ট কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। তার চাকরি ন্যস্ত করা হয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক বিভাগে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুস সামাদ জানান, এসপি পর্যায়ের রদবদল সাধারণত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হলেও ওই তিনজন ডেপুটেশনে থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের বদলির আদেশ জারি করেছে।

Comments (0)
Add Comment