এর আগে সকাল ৯টা পর্যন্ত ১ মিলি মিটারের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে তখনই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল। রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় এবং পাবনা ও বগুড়া অঞ্চলের দু’এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ বেলা ১১টায় আবহাওয়া অফিস সূত্র থেকে জানা যায়। আবহাওয়াবিদ মো: আবুল কালাম মল্লিক জানান, দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এছাড়া যেসব অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা চলমান থাকতে পারে।
রাজশাহী ও যশোর অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, সৈয়দপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এ তাপপ্রবাহ প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে। এতে বলা হয়,সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়,পাবনা ও বগুড়া অঞ্চলসহ রংপুর,ঢাকা,চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত:শুস্ক থাকতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫ টা ২৩ মিনিটে।