তৃণমূল নেতার ভয়ে গ্রাম ছেড়ে নৌকায় বাস বহু পরিবারের

ছবি: প্রতীকি।

অনলাইন ডেস্ক: তৃণমূল নেতার ভয়ে গ্রাম ছেড়ে নৌকায় বাস করছেন রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের উত্তর ভাটোরার বহু পরিবার। গ্রাম থেকে মিলেছে কম ভোট, তাই আমতা বিধানসভা কেন্দ্রের উত্তর ভাটোরার বহু বাসিন্দাকে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে না পারায় জুটেছে অত্যাচার। ভয়ে গ্রামছাড়া বহু পরিবার।
রূপনারায়ণ, দামোদর আর ময়ূরাক্ষী এই তিন নদী দিয়ে ঘেরা উত্তর ভাটোরা। হাওড়ার একমাত্র দ্বীপাঞ্চল। বাকি হাওড়ার সঙ্গে নৌ পথেই যোগাযোগ সম্ভব। তবে এখন একটা বাঁশের সেতু হয়েছে। আমতা বিধানসভা এলাকার উত্তর ভাটোরা চলে তৃণমূল নেতা অশোক গায়েনের অঙ্গুলি হেলনে।
কিন্তু ভোটের সময় দেখা গেল গোটা হওড়া জেলায় একমাত্র আমতা বিধানসভা এলাকায় হেরেছে তৃণমূল। গণনার হিসেবে উত্তর ভাটোরায় বহু ভোটে পিছিয়ে তৃণমূল। এরপর থেকেই অত্যাচার শুরু। স্থানীয় বাসিন্দাদের জরিমানা করা হয়। অভিযোগ জরিমানার টাকা দিতে না পারায় গ্রামছাড়া করা হয়েছে বহু গ্রামবাসীকে। সূত্র: জিনিউজ।

Comments (0)
Add Comment