স্থানীয়রা জানায়, সোমবার সকালে ভজনপুর বাসস্টান্ডের পাশে একটি ক্ষেতে ওই ট্রাক্টর চালকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে । পরে পুলিশকে খবর দিলে তেঁতুলিয়া থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে । ওই লাশের পাশে একটি রক্তাক্ত ছুরিও উদ্ধার করে পুলিশ । তবে এ ঘটনায় পুলিশ কাউকে সনাক্ত বা আটক করতে পারেনি ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেশ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টর চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে ।