ত্রিশালে স্বেচ্ছাসেবী মা নেতাদের মাঝে পুরস্কার বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি: হতদরিদ্র মানুষ ও বেকারদের বিপদের সহযোগী হিসাবে পরিচিত সংস্থা এফ এইচ এসোসিয়েশন বাংলাদেশ (ফুড ফর হ্যাংরী) এর সহযোগীতায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩নং কাঠাল ইউনিয়নের কানিহারী সি.এফ.সি.টি প্রকল্পের উদ্দ্যোগে স্বেচ্ছাসেবী মা নেতাদের পুরস্কার বিতরণ এবং এফ.এইচ এর প্রশিক্ষনার্থী ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। গত সোমবার সকাল ১১ ঘটিকায় উপজেলার কাঁঠাল ইউনিয়নের স্থানীয় কালির বাজার স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এফ.এইচ আয়োজিত সেচ্ছা সেবী মা নেতাদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি হয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন সমাজ উন্নয়নে স্বেচ্ছা সেবী মায়েদের অবদানের স্বীকৃতি স্বরূপ প্রত্যেক মায়েদের মাঝে ১টি করে মোট ২০০টি শাড়ী বিতরণ করেন।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এফ.এইচ এর কাজের প্রশংসা করেন এবং সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় সংস্থার কর্মকর্তা কর্মচারী সহ সকলকে ধন্যবাদ জানান। তিনি সকল মায়েদের প্রতি আহবান করে বলেন-আপনার সন্তান যেন কোন ধরণের সমাজ ধর্ম ও রাষ্ট বিরুদী কোন কাজে জড়িয়ে না পড়ে সে দিকে সজাগ থাকতে হবে। দেশ গঠনে সকল ছেলে-মেয়েদের যথাযোগ্য মর্যাদায় গড়ে তুলতে হবে। মনে রাখবেন বর্তমান প্রজন্মরাই আগামী দিনে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার কারিগর। এফ.এইচ ময়মনসিংহ অঞ্চলের এড়িয়া প্রোগ্রাম কো-অডিনেটর (এ.পি.সি) নাদিরা বানুর সভাপতিত্তে¡ আয়োজিত অনুষ্ঠানের অতিথিদের আগমনে তাদের সম্মানার্থে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানিহারী সি.এফ.সি.টি প্রকল্পের ব্যবস্থাপক/ম্যানেজার শওকত আলী।
এফ.এইচ কর্মকর্তা আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-কালির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আ.হা.ম শহিদ উল্লাহ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রতন সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান, বন্ধন সমবায় সমিতির সভাপতি ও ইউনি সদস্য মতিউর রহমান নয়ন, ওয়ার্ড আ.লীগ সভাপতি নাজমুল হুদা, শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম ছোট্ট, ইউনিয়ন জাতীয় যুব সংহতির আহবায়ক হারুন-অর-রশিদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্য-মান্য, রাজনৈতিক, ব্যবসায়ীক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন এফ.এইচ এর স্পন্সর শিক্ষার্থীদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার শুভ উদ্বোধন করেন।

Comments (0)
Add Comment