চলতি মৌসুমে আমন আবাদের শুরুতে জমি তৈরি এবং ধানের চারা রোপন করতে হয়েছে জমিতে সেচ দিয়ে। সে সময়ে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি। সেচ দিয়ে আবাদ করার চিন্তায় চিন্তিত ছিল কৃষক।
এদিকে আবহাওয়া অনুকুলে থাকায় আমন আবাদের চেহারা পাল্টে গেছে। ধানের ক্ষেতে এখন সবুজের সমারোহ। অনেক জমির ধানে থোড় দেখা গিয়েছে। মাঝে মাঝে টানা বর্ষনে এখন প্রতিটি জমিতে বৃষ্টির পানি জমে আছে। তাই ধানের শীষ বেড় হওয়ার সময় জমিতে যে পরিমান পানি থাকা দরকার তার চেয়ে বেশি পানি রয়েছে। এতে ধানের ফলন আশাতীত হবে বলে কৃষকদের মাঝে দেখা দিয়েছে আনন্দ।