হ্যাঁ, দেখা গিযেছে বাচ্চাদের মধ্যে নখ খাওয়ার অভ্যাস শরীর খারাপ তো করেই না, বরং স্বাস্থ্য ভালো করতে সাহায্য করে। নখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া বাচ্চাদের হজম ক্ষমতা বাড়ায়। তার সঙ্গে ছোটবেলায় হওয়া নানা ধরনের অ্যালার্জি সারাতেও সাহায্য করে। ঠিক যেমন বাচ্চাদের বুড়ো আঙুল চোষার অভ্যাস ভালো বলে জানাচ্ছেন গবেষকরা।
তবে এই অভ্যাস যদি বরাবরের সঙ্গী হয়, তা কিন্তু মোটেও ভালো হবে না। কারণ বড় হয়ে যাওয়ার পর নখ খাওয়া বা আঙুল চোষা শুধু যে বিসদৃশ তাই নয়, সঙ্গে শরীর খারাপও করবে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের নখের ডগায় থাকা ব্যাকটেরিয়ার ধরণও বদলে যায়। সূত্র: এই সময়।