আব্দুল আউয়াল ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামের দিনমুজুরকে মারপিটের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, গত ২৭ মে রাত দেড়টায় জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামের আইনুল হক ও তাঁর স্ত্রী মেয়েকে পাশ্ববর্তী গ্রামের সাবেক ইউপি সদস্য মকলেসুর রহমান তাঁর লোকজন অস্ত্র-সস্ত্র, লাঠি, বল্লম দিয়ে জখম করে, বাড়ীঘর ভাংচুরসহ মোবাইল ফোন ও ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বর্তমানে আইনুল হক ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাবেক ইউপি সদস্য মকলেছুর জানান আমার মেয়েকে আইনুল হকের বাড়ীতে খুঁজতে গেলে না পেয়ে মারপিট করি।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় আইনুল হকের স্ত্রী আয়শা খাতুন সাবেক ইউপি সদস্য মকলেসুর রহমান, মকসেদ আলী, জমসেদ আলী, রুহুল আমিন, আলমগীর মতিন ও সাহেদা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লতিফ মিঞা জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।