দিনাজপুরের পাঁচবিবি ভারতীয় কাপড় জব্দ করেছে বিজিবি

Dinajpur Pach Bibi News 08 06 2015

পাঁচবিবি সংবাদদাতা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনে আটাপাড়া কোম্পানী সদর ক্যাম্পের সদস্যরা ভারতীয় উন্নত মানের থ্রী ৫৮০ পিচ উদ্ধার করেছে। উদ্ধারকৃত চোরাচালানী মালগুলোর আনুমানিক মুল্য ১৮ লক্ষ টাকা।

বিজিবি’র আটাপাড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নায়েব সুবেদার আব্দুল মান্নান জানান, সোমবার সকাল সাড়ে ৮ টার সময় পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের কোতোয়ালী বাগ পাকা রাস্তার উপর থেকে ক্যাম্পের ক্যম্প কমান্ডার সহ বিশেষ টহল দলের অন্যান্ন বিজিবির সদস্যরা উক্ত পণ্য গুলো উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মালামাল গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।

এব্যপারে জানতে চাইলে জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) পরিচালক মেজর নাসির ইমাম রুমি বলেন চোরাচালান প্রতিরোধে এরকম অভিযান আমাদের অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment