দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপা পড়ে আল সাইদ নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। মারা গেছে ৭টি গবাদি পশু। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। বিধবস্ত হয়েছে,শতাধিক কাচাঁ,আধাপাকা ঘর-বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙ্গে উপড়ে গেছে,অসংখ্য গাছপালা ও বৈদুতিক খুটি। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে মৌসূমী ফসলের। অনেক স্থানে এখনও বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ।
মঙ্গলবার আনুমানিক রাত পৌনে ১২টার শুরু হয় এ কাল বৈশখী ঝড়। প্রায় ২০ মিনিট স্থায়ী এই ঝড় রয়ে যায় দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর, পার্বতীপুর উপজেলায়। চিরিরবন্দর ৯ নং ভিয়াল ইউপি’র জয়পুর গ্রামের মতিউর রহমানের আড়াই বছরের ছেলে আল সাঈদ দেয়াল চাপায় নিহত হয়। ঝড়ের তান্ডবে বেশী ক্ষতি হয়েছে সদর ও বিরল উপজেলা। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাত থেকেই দিনাজপুর বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে।
ঝড়ে বোরো ধান ও ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে এবং বিপুল পরিমানে লিচু গাছ ভেঙ্গে যাওয়া ছাড়াও ও আম ও লিচু ঝরে পড়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন ঝড়ে ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।