দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় নিখোঁজের ৩ দিন পর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশ্ববর্তী বাঁশ ঝাঁড়ের ভেতরে আব্দুর রাশেদ (১০) নামে ওই শিশু’র লাশ আবিস্কার করে। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত শিশু আব্দুর রাশেদ খাসসামা উপজেলার ৫ নং ভাবকী ইউপি’র দেউল গ্রামের সুরত আলীর ছেলে। সে কাঞ্চন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়তো।
পরিবারের লোকজন জানায়, ১৬ আগষ্ট সন্ধায় বাড়ি থেকে নিখোঁজ হয় রাশেদ। আজ শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশ্ববর্তী বাঁশ ঝাঁড়ের ভেতরে আব্দুর রাশেদ (১০) এর লাশ আবিস্কার করে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।