দিনাজপুর প্রতিনিধি:
পূর্ব শত্র“তার জের ধরে দিনাজপুরে চাচা ও ভাতিজার উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় চাচা মো. মাসুম ও ভাতিজা মো. সবুজ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট আনুমানিক বিকাল সাড়ে ৫টার সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মোড়ে দাঁড়িয়ে ছিলেন মাসুম ও তার ভাতিজা সবুজ। এ সময় একদল দু®কৃতকারী সবুজের সাথে অসদাচরণ শুরু করে। সবুজ মৌখিকভাবে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা সবুজের উপর চারাও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় মাসুম তার ভাতিজাকে বাঁচানোর চেষ্টা করলে সন্ত্রাসী বাহিনী চাচা-ভাতিজা দুইজনকেই দেশীয় অস্ত্র দিয়ে জখম করে। এতে দু’জনই গুরুতর আহত হয়। এ ঘটনায় মাসুমের স্ত্রী সিমা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে, যার নং-৬২, তারিখ-৩০/০৮/২০১৪ ইং। এ ব্যাপারে কোতয়ালী থানার এসআই আফতাব হোসেন জানান, ১নং আসামি হাবিবুল ইসলাম পাপ্পু (২৪) কে উক্ত তারিখেই গ্রেফতার করা হয়েছে।