দিনাজপুর প্রতিনিধি : ৭২ লাখ ৫৪ হাজার ৭’শ ৫০ টাকা উদ্ধৃত্ত রেখে ২০১৫-২০১৬ অর্থ বছরে ৬৩ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৬১ টাকা ৪৬ পয়সার বাজেট ঘোষণা করেছে দিনাজপুর পৌরসভা। এ বাজেটে উন্নয়ন খাতে রয়েছে সর্বোচ্চ ৫০ কোটি ৮ লাখ টাকা। দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম মিলনায়তনে বুধবার বিকেলে এ বাজেট ঘোষণা করেন, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। অধিবেশনে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়দ মুরাদ হোসেন, প্রধান প্রকৌশলী ফজলুল হক, প্রকৌশলী মতিউর রহমান মতি,পৌর কাউন্সিলর আবু তৈয়ব দুলাল, কাউন্সিলর মকবুল হোসেন ও মহিলা কাউন্সিরল জোৎসা বেগম।
বাজেট অধিবেশনে মুক্ত আলোচনায় অংশ নেয়, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন,চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, দৈনিক আজকের প্রতিভার বার্তা সম্পাদক আকরাম হোসেন, দিনাজপুর নিউজ ২৪ ডট কম এর সম্পাদক এস.এম.আকাশ, ফটো সাংবাদিক নূর ইসলামসহ অন্যরা। বক্তরা দিনাজপুর পৌরসভার ময়লা গাড্ডা উদ্ধার ও পৌর শহরে বিল বোর্ড এ কর আরোপে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।