দিনাজপুর সদর উথরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা নিয়ে হেযবুত তওহীদের উদ্যোগে মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সদর উথরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা নিয়ে হেযবুত তওহীদের উদ্যোগে  একজাতি একদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ  গড়ার লক্ষে মতবিনিময় সভা ও প্রামানচিত্র প্রর্দশন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর সদর ৭নং উথরাইল ইউনিয়ন মালীগ্রাম মুক্তিযোদ্ধা অফিসে আয়োজিত সভার সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা প্রাক্তন চেয়ারম্যান মো: মহাসিন রেজা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সহকারী কমান্ডার (সাহিত্য ও সংস্কতি)আলহাজ¦ খতিবউদ্দীন আহম্মেদ। সভার প্রধান আলোচক হেয়বুত তওহীদের দিনাজপুর জেলা আমীর মারজুল হক মারজু তার বক্তব্যে বলেন, “আমরা বিশ্বাস করি, ১৯৭১ সালে আপনারা যারা দেশের প্রয়োজনে জানের মায়া ত্যাগ করে যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেছিলেন তারা সাধারণ মানুষ নন। তারা এই জাতির আত্মা, প্রাণ। আপনাদের মহান ত্যাগের বিনিময়ে এ জাতির জন্ম হয়েছে, আপনাদের ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়েই বাঙালি জাতি এ ঘোর সঙ্কটের দিনেও উন্নত ভবিষ্যতের আশায় বুক বেঁধে আছে। এমন কোনো বস্তু নেই যা দ্বারা আপনাদের ঋণ পরিশোধ করা সম্ভব, এমন কোনো কথা নেই যা দ্বারা আপনাদের প্রকৃত মূল্যায়ন করা সম্ভব।” অনুষ্ঠানের সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন হেযবুত তওহীদের যে বক্তব্য শুনে আমার ভালো লেগেছে। আপনাদের মহান কাজে বারবার স্বাগত ও অভিন্দন। উপস্থিত সকল মুক্তিযোদ্ধাবৃন্দ হেযবুত তওহীদের এই কাজে ঐক্যমত পোষন করেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

 

Comments (0)
Add Comment