দুবাইয়ে বিশ্বের অন্যতম উঁচু ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:  দুবাইয়ে বিশ্বের অন্যতম উঁচু একটি আকাশচুম্বী আবাসিক ভবনে আগুন লেগেছে। ৮৬ তলা বিশিষ্ট টর্চ টাওয়ার নামের এই ভবনটি ১,১০৫ ফুট উঁচু। প্রায় দেড় ঘণ্টার আগুনে ভবনটির ৬০টি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোররাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রবল বাতাসের কারণে দুবাইয়ের মারিনা জেলায় অবস্থিত ভবনটির আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবন থেকে ভষ্ম এসে পড়ছে আশপাশের ভবনে। দুবাই প্রশাসনের পক্ষ থেকে কিছু সময় পরে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর ভবন থেকে সবাইকে বের করে নেওয়া হয়। ভবনটির ৫০ তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Comments (0)
Add Comment