দু’সপ্তাহ পরও বাণিজ্য মেলায় মন্থর গতি

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য মেলার দুই সপ্তাহেও ক্রয়-বিক্রয়ে মন্থর গতি কাটছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। প্রায় দুই সপ্তাহ হলেও, বেচা-বিক্রি ভালো হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে অবরোধের কারণে মেলায় ক্রেতা দর্শকদের উপস্থিতি কম বলে জানান ব্যবসায়ীদের অনেকেই। তবে এবারের মেলায় গতবারের চেয়ে বেশি রফতানি আদেশ পাওয়ার আশা করছে আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবি। গত বারের রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে রফতানি আদেশ আসে ৮০ কোটি টাকার। কিন্তু এবার মেলা শুরুর আগে জমজমাট মেলার আশা করছিলেন ব্যবসায়ীরা। তবে মেলার মাঝামাঝি সময়ে এসে ব্যবসায়ীরা বলছেন, ছুটির দিনগুলোতে মেলায় ভিড় থাকলেও, অবরোধের কারণে অন্যান্য দিনগুলোতে ক্রেতা-দর্শক কম। প্রবেশপথের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, গত কয়েকদিন ক্রেতা দর্শকদের সংখ্যা ছিল গড়ে গড়ে ২০ থেকে ২৫ হাজারের মতো। তবে শেষ পর্যন্ত এবারের মেলা থেকে গতবারের তুলনায় বেশি রফতানি আদেশ পাওয়ার আশা করছে ইপিবি। মেলার বাকি দিনগুলোতে ভালো বেচাবিক্রির অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।

Comments (0)
Add Comment