বেশ কিছু দিন যাবৎ এাকায় বিভিন্ন স্কুলের মাঠে, বালুর মাঠে,পাড়া মহল্লায় ও হাট-বাজারে বসে গণসংযোগ ও আলোচনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় গতকাল ইউনিয়নের বালুর চড়ে কাওয়াজানি এলাকায় জলিল মুিন্সর বাজারে গনসংযোগ ও মত বিনিময় সভা করেছেন। গনসংযোগ সভায় তিনি বলেন যে,এ লাকায় উন্নয়নের বিভিন্ন কাজের মধ্যে নতুন রাস্তা নির্মান,পুরাতন রাস্তা মেরামত,ব্রীজ,কালভার্ট নির্মাণ, শিক্ষার ¯প্রসারন,বিদ্যুৎ উন্নয়ন ,মাদক দ্রব্য নিয়নন্ত্র,বাল্য বিয়ে প্রতিরোধ সহ ব্যাকপ উন্নয়ন মূলক কাজ করেছি। নদীর মধ্যে দিয়ে রাস্তা নির্মান করতে সরকার যে বাজেট দিয়েছিল সেই টাকায় রাস্তাটি সম্পূর্ন না হওয়ায় আমি আমার নিজের জমি বিক্রয় করে ওই রাস্তার কাজের জন্য ব্যায় করে রাস্তা টি সম্পূর্ন করেছি । আগামীতে আমি দলীয় প্রতিক নৌকা মার্কা নিয়ে পূনরায় চেয়ারম্যান হিসেবে নিবার্চিত হলে অসস্পূর্ন কাজ সম্পূর্ন করবো ইনশাল্লাহ্ । বঙ্গবন্ধুর সোনার বাংলা-গড়ার লক্ষ্যে আমি দেবগ্রাম ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্ট করবো এবং আওয়ামীলীগের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।
মাঠে নেমে একাধিক এলাকা বাসীর সাথে কথা বলে জানায়ায়,পূর্ব তেনাপচা গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ উজ্জল শেখ জানান আমাদের চেয়ারম্যান আতর আলী সরদার খুব ভালো মানুষ তার কাজ কর্মে ও আচার আচারনে আমরা সন্তুষ্ট,আবারও আমরা চেয়ারম্যান হিসেবে তাকে পেতে চাই। নদীর মধ্যে দিয়ে রাস্তা নির্মানের জন্যে তার নিজের অনেক টাকা ব্যায় করেছেন।বিপদে-আপ