দেবীগঞ্জে ভাটার কালো ধুয়ায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি


দেবিগঞ্জ (পঞ্চগড়), প্রতিনিধিঃপঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার  দন্ডপাল ইউনিয়নে মেসার্স কে.এস.বি ব্রিকস নামের একটি ইট ভাটার কালো ধুয়ায় কৃষকের প্রায় ৩০ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। 
জানা যায়, ঐ ইট ভাটার মালিক নীলফামারী জেলার জুয়েল চৌধুরী নামের প্রভাবশালী এক ব্যক্তি।
সরেজমিন ঘুরে দেখা যায়, কৃষকের চায়না ধান প্রায় সিদ্ধ হেয়ে গেছে। বাদামের গাছ পুড়ে লালচে রং ধারন করেছে। মৌসুমী ফসল নষ্ট হওয়ায় কৃষকের মাথায় হাত পরেছে। অতিকাংশ দরিদ্র কৃষকের পরিবার ঐ ফসলের উপর নির্ভরশীল হওয়ায় তারা এখন দিশে হারা। এ ব্যপারে উপ-শহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন আহমেদ ফসল দেখে বলেন মুলত ফসল নষ্টের পথে। স্প্রে করে ভালো করার চেষ্টা করা হবে, এতে ফসল ভালো হতে পারে। স্প্রে করার পরেও ফসল ভালো না হলে আমাদের কিছু করার থাকবে না। 
সরকারের উর্ধতন কর্মকর্তাদের প্রতি ভুক্তভোগী ও এলাকাবাসীর প্রানের দাবী, এলাকা থেকে ইট ভাটা বন্ধ করা হোক। স্থানীয় কৃষকদের ভাষ্য, এবারের মত গতবারও ক্ষতির শিকার আমরা হয়েছি তাই এলাকা থেকে কেএসবি ব্রিকস নামের ইট ভাটা যেন অতি শ্রীঘ্রই বন্ধ করে দেওয়া হয়।

Comments (0)
Add Comment