দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বেরোবিতে প্রতিবাদী আলোচনা সভা

তপন কুমার রায়, বেরোবি:

দেশব্যাপী যৌন সন্ত্রাসীদের প্রশ্রয় ও বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় সাধারন শিক্ষার্থীর ব্যানারে ক্যাম্পাসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. পরিমল চন্দ্র বর্মন, শফিক আশরাফ, রংপুর জেলা সিপিবির সাধারন সম্পাদক শাহীন রহমান, বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাশ্বত ভট্টাচার্য, রংপুর সরকারী কলেজের শিক্ষক চিনু কবির সহ অন্যান্যরা দেশব্যাপী যৌন সন্ত্রাসীদের প্রশ্রয় ও বিচারহীনতা সংস্কৃতির প্রতিবাদে প্রতিবাদী বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমিতা সাহার সভাপতিত্বে এবং আসাদুজ্জামান শুভ এর সঞ্চালনায় পরিচালিত হয়।

Comments (0)
Add Comment