চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক ঈশান পত্রিকার সম্পাদক আলহাজ্ব এ.কে.এম শাহজাহান এর মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি গোলাম মহিউদ্দীন খাঁন, মহাসচিব মেজবাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)’র আহবায়ক হাসান মুকুল, যুগ্ম আহায়ক মোঃ লোকমান চৌধুরী ও সদস্য সচিব মো. এয়াকুব আলী মনি গভীর শোক প্রকাশ করেছেন। এক বিজ্ঞপ্তিতে তারা বলেন মরহুমের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সৎ, বিজ্ঞ সম্পাদক ও সমাজসেবককে হারালো। নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এদিকে, এ কে এম শাহজাহনের মৃত্যুতে আলহাজ্ব সামশুল হুদা ফাউন্ডেশনের সভাপতি মাস্টার নুরুল হুাদা, সেক্রেটারী সাংবাদিক কামরুল হুদা, অর্থ সম্পাদক অধ্যাপক মিনহাজুল হুদা, সদস্য নাজমুল হুদা, বশিরুল হুদা, এহেতেসামুল হুদা ও অলিদুল হুদা শোক প্রকাশ করেছেন। পরিবারের সদস্যরা প্রধান অভিভাবকের মৃত্যুতে যেন শোক সংবরণ করতে পারেন সেইজন্য আমরা মহান আলাহ’র দরবারে মোনাজাত করছি।
তারা এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় ফাউণ্ডেশনের কর্মকর্তাগণ বলেন, এলাকার মানুষের নিকট পরোপকারী ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে মরহুম এ কে এম শাহজাহান অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। শোকবার্তায় তারা বলেন মরহুমের এলাকাবাসীর মতো আমরাও তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাহত।