শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।রোববার দুপুরে জেলা শহরের শাপলা চত্তর এলাকায় কুড়িগ্রাম খবর কার্যালয়ে প্রতিষ্ঠা বাষির্কীতে আলোচনাসভা শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন পত্রিকাটির সম্পাদক এসএম ছানালাল বকসী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম। প্রতিষ্ঠা বাষির্কীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, এডভোকেট আব্রাহাম লিংকন, জেলা আ. লীগ নেতা শেখ বাবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
নানা প্রতিকুলদার মধ্যদিয়ে ২২ বছরের দীর্ঘ পথ চলা পত্রিকাটির সুন্দর ভবিষ্যত কামনা করেন বক্তারা। দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এস এম ছানালাল বকর্সী বলেন, কুড়িগ্রাম জেলায় অনেকগুলো পত্রিকার জন্ম হয়েছিল আবার তা মরেও গেছে। অর্থনৈতিক সংকটসহ নানা সমস্যার মধ্যেও সবার সহযোগীতায় পত্রিকাটি নিয়মিতভাবে প্রকাশিত করতে পেরেছি। এজন্য পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিকসহ দুর্দিনে যারা এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সকলের নিকট দোয়া চাচ্ছি।