দ্বিতীয় দিনে বৃষ্টির কারনে শুরু হয়নি ফতুল্লা টেস্ট

স্টাফ রিপোর্টার:   ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ-ভারতের মধ্যকার  খেলা বৃষ্টির কারণে শুরু হয়নি। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লার নিচু রাস্তা ইতিমধ্যে পানিতে ডুবে গেছে।  বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্টের দ্বিতীয় দিনের খেলা।
প্রথমদিনে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা ৪ ঘণ্টা বন্ধ ছিলো। ফলে খেলা মাঠে গড়ায় মাত্র ৫৬ ওভার। টেস্টের দ্বিতীয় দিনেও সকাল থেকে দফায় দফায় ভারী বর্ষণের কারণে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে।

অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে হোটেল থেকে বের হননি দু’দলের ক্রিকেটাররা। এর আগে প্রথম দিন বৃষ্টির কারণে ভারতের দলীয় রান ১০৭ হওয়ার পরেই বৃষ্টি বিঘ্ন ঘটালে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকে ম্যাচ।

Comments (0)
Add Comment