দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৩৬ মার্কিন সেনার লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক :  প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি প্রত্যন্ত দ্বীপ থেকে ৩৬ জন মার্কিন মেরিন সৈন্যের লাশ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই সেনারা নিহত হয়েছিলেন। যুদ্ধ শেষ হওয়ার ৭০ বছরের বেশী সময় পর তাদের লাশ উদ্ধার করা হল। মার্কিন দাতব্য প্রতিষ্ঠান হিস্ট্রি ফ্লাইট ইঙ্কের পরিচালক মার্ক নোয়াহ রেডিও নিউজিল্যান্ডকে বলেন, কিরিবাতির বেতিও দ্বীপে চার মাসের খনন শেষে এদের লাশ পাওয়া যায়।
নোয়াহ জানান, ১৯৪৩ সালে তারাওয়া যুদ্ধে এসব মার্কিন মেরিন সৈন্য নিহত হয়। প্রতিষ্ঠানটি এ প্রকল্প নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাথে কাজ করছে।

মার্ক নোয়াহ বলেন, তারা আশা করেছিল দেশ রক্ষার দায়িত্ব পালনকালে মারা গেলে তাদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে। ৭০ বছর আগেই এমন প্রতিশ্রুতি করা হয়েছিল। আমরা মনে করি মার্কিন সরকারের এ প্রতিশ্রুতি রাখা উচিত। সূত্র: এপি, নিউইউর্ক টাইমস

Comments (0)
Add Comment