ধর্মপাশায় যাত্রার নামে চলছে অসামাজিক কার্যকলাপ

ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে যাত্রার নামে চলছে রাতভর অশ্লীল নাচ-গান, হাউজি ও বিভিন্ন রকমের জুয়া। গত কাল রবিবার দুপুর ১২টার দিকে এসব অসামাজিক কার্যকলাপ ও জুয়া বন্ধের দাবিতে সাধারণ জনতা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি স্মারকলিপি পেশ করেন বলে জানা গেছে। আরোও জানা যায়, এসব অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে গত বুধবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করা হয়। কোনোরকম ব্যবস্থা না নেয়ায় শুক্রবার জুমার নামাজ শেষে সহস্রাধিক মুসুল্লি সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সরেজমিনে গিয়ে জানা যায়, রাত ৮টা হতে রাত ২টা পর্যন্ত হাউজি, ওয়ানটেনসহ কয়েক রকমের জুয়া খেলায় অংশগ্রহণ করছে অনেক খেলোয়াড়। রাত ২টার পর থেকেই যাত্রামঞ্চে অর্ধনগ্ন অবস্থায় নর্তকীদের অশ্লীল নাচ-গান করতে দেখা গেছে। এ ব্যাপারে ঈমান ও আকীদা রক্ষা ঐক্য পরিষদের সভাপতি বজলুর রহমান জানান, জেলা প্রশাসক সুনামগঞ্জ এর বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। এসব অসামাজিক কার্যকলাপের সত্যতা স্বীকার করে তীব্র নিন্দা জ্ঞাপন করেন ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী। এ ব্যাপারে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র গ্রাম্যমেলার অনুমোদন দেওয়া হয়েছে। অসামাজিক কার্যকলাপ চলছে মর্মে একটি স্মারকলিপি পেয়েছি।

Comments (0)
Add Comment