এলাকাবাসী অভিযোগ করেন বলেন, হাটনগর গ্রামের জনৈক ব্যক্তি তার বাড়ীর কাজ করার জন্য আঞ্চলিক সড়কের উপর অবৈধভাবে ইট ও বালু রাখার কারণে রাস্তা সংকীর্ণ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল-ই- রব্বানী বলেন, এসএসসি ব্যবহারিক পরীক্ষার কারণে ওই দিন বিদ্যালয় বন্ধ ছিল। ওই বিদ্যালয়ের কক্ষে জনৈক শিক্ষকের নিকট স্বাধীন প্রায়ভেট পড়তে গিয়েছিল বলে তিনি শুনেছেন। তিনি প্রশাসনের কাছে বিদ্যালয়ের দুই পার্শে দুটি ষ্পীড বেকার স্থাপনের জোর দাবী জানান।
এদিকে সচেতন মহল মনে করছে সরকারী সিন্ধান্ত মেনে যদি ওই শিক্ষক প্রায়ভেট না পড়াতো তবে শিশুটি বিদ্যালয়ে যাওয়ার প্রয়োজন ছিল না এবং দীর্ঘদিন ধরে রাস্তার উপর অবৈধভাবে ইট, বালু রাখলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত হওয়া দরকার।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শিকদার মো. মশিউর রহমান বলেন, পুলিশ জনতার সংঘর্ষে এন্তাজ আলী নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে। ট্যাক দুটির চালক ও চালকের সহকারীরা পালিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ বলেন, আগামী সোমবারের মধ্যে ওই বিদ্যালয়ের দু‘পার্শে দুটি স্পীডবেকার নির্মাণ করার ঘোষনা দেন। এদিক শিক্ষার্থী স্বাধীনের মৃত্যুত তার পরিবার এবং আশপাশের এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বিকেলে স্বাধীনকে তার নিজ গ্রাম ফার্শিপাড়ায় দাফন করা হয়।