ধীরগতির বোলিংয়ে জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশকে

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশ দলকে ধীরগতির বোলিংয়ের কারণে জরিমানা করেছে আইসিসি। কলম্বোয় শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৫০ ওভার বল করতে চার ঘণ্টা সাত মিনিট সময় নিয়েছেন তারা। নির্ধারিত সময় শেষে বাংলাদেশ দুই ওভার কম বল করেছে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী ঘাটতি হওয়া প্রত্যেক ওভারের জন্য ১০ শতাংশ হারে ক্রিকেটারদের ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেয়া হয়েছে। এছাড়া অধিনায়ক তামিম ইকবালের কাটা হয়েছে এর ডাবল অর্থাৎ ৪০ শতাংশ।

অন-ফিল্ড আম্পায়ার নিতিন মেনন ও রবীন্দ্র ভিলমাসারি এবং থার্ড আম্পায়ার মারাইস এসমারাসের আনিত অভিযোগের প্রেক্ষিতে জরিমানার এই সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

Comments (0)
Add Comment