ধুনটে ছেলের হাতে মা খুন

ধুনট(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের চাপড়া গ্রামে মোকছেদ আলীর স্ত্রী ছানোয়ার বেগম (৪৫) ছেলের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে। থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকাল ৯ টার সময় সাউন্ড বক্সে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষ ঠেকাতে গিয়ে ছেলের লাঠির আঘাত মায়ের মাথায় লেগে গুরুতর ভাবে আহত হয়। আহত অবস্থায় ছানোয়ার বেগমকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় সন্ধায় মারাজায়। স্বামী মোকছেদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়াট তদন্ত করে আইনগত ভাবে ব্যাস্থা নেওয়া হবে।

Comments (0)
Add Comment