ধুনটে স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা

kill picবগুড়া প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামে শহিদুল ইসলাম (৩৫) নামে এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আজমল হোসেনের ছেলে। তিনি উপজেলার পিরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এক মাস আগে চালাপাড়ার স্কুলশিক্ষক সীমা খাতুন (২৭) ও শহিদুলের বিয়ে হয়। রাতে নবদম্পতি নিজেদের ঘরে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শহিদুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। ওসি আরো জানান, এ ঘটনায় ধুনট থানায় মামলা দায়ের করা হচ্ছে। কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Comments (0)
Add Comment