ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আওয়ামী লীগ ও যুব লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সুত্রে জানা যায়, ০৪ মার্চ শুক্রবার বিকাল ৪ টার দিকে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। মো: মুমিন হোসেন,আহবায়ক, সভাপতি, যুব লীগ, বালুভরা ইউনিয়ন, বদলগাছী, নওগাঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ড.আকরাম হোসেন চৌধুরী, চেয়ারম্যান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, সাবেক এমপি,বদলগাছী- মহাদেবপুর, নওগাঁ-৪৮। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,এ্যাড: সফি মাহমুদ,সভাপতি, বদলগাছী উপজেলা আওয়ামী লীগ,আবু খালেদ বুলু,সাধারণ সম্পাদক,বদলগাছী উপজেলা আওয়ামী লীগ,দেওয়ান মেছের আলী,সভাপতি, বালুভরা ইউনিয়ন, শেখ আহসানউল্লাহ মুক্তি, সাধারণ সম্পাদক,বালুভরা ইউনিয়ন,বদলগাছী,নওগাঁ। প্রধান বক্তা ছিলেন মনিরুল ইসলাম সাজু, যুব লীগ,সভাপতি, বদলগাছী, নওগাঁ। ত্রি-বার্ষিক সম্মেলনের আহবায়নে হেলাল ও আজাদ এই সম্মেলনের আয়োজন করেন। এ সময় আওয়ামী লীগের সকল সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।