নওগাঁয় জহির রায়হান চলচ্চিত্র সংসদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

এসএম রাসেল, নওগাঁঃ জাতীয় ও জেলা পর্যায়ে চলচ্চিত্র কেন্দ্র চাই এবং মুক্ত চেতনার মুক্ত প্রকাশ, মুক্ত চলচ্চিত্রের হোক প্রকাশ এই শ্লোগানকে বাস্তবায়িত করার লক্ষে নওগাঁ জহির রায়হান চলচ্চিত্র সংসদের আয়োজনে নওগাঁ মুক্তির মোড় কেন্দ্রিয় শহিদ মিনারে ৩১অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী জহির রায়হান চলচ্চিত্র সংসদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে সকাল ১০ টায় শিশুদের অঙ্কন প্রতিযোগিতা, সকাল ১১টায় জহির রায়হান চলচ্চিত্র সংসদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান।উদ্বোধন শেষে মুক্তির মোড় কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত কেন্দ্রিয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক এবং ঢাকা সংস্কৃতি মঞ্চের আহবায়ক সেলিম রেজা,রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন,রাজশাহী ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জাভেদ অপু,কেন্দ্রিয় অতিথিবৃন্দ,গণমান্য ব্যক্তিবর্গ এবং জেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কর্মীগণ। পরে বিকালে আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।নওগাঁ জহির রায়হান চলচ্চিত্র সংসদের সভাপতি হবিবর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার মো.ইকবাল হোসেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বীরমুক্তিযোদ্ধা ও নওগাঁ সাংস্কৃতিক পৃষ্ঠপোষক আলতাফুল হক চৌধুরী আরব।

Comments (0)
Add Comment